Welcome To Member ID Card Resigtration Portal

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ – এর জীবন ও সাধারণ সদস্যগণ মেম্বার আইডি কার্ড প্রাপ্তির জন্য এই পোর্টালে আবেদন করতে হবে।

মেম্বার আইডি কার্ড আবেদনের প্রয়োজনীয় তথ্যাবলী নিন্মরূপঃ

১। পোর্টালে আবেদন করতে হলে আপনাকে প্রথমে লগইন করতে হবে।

২। মেম্বার রেজিস্ট্রেশন নাম্বার (Member ID) ও মেম্বার টাইপ উল্লেখ্য করে লগইন করুন।

৩। আবেদন করার সময় আপনাকে একটি ছবি সংযোজন করতে হবে। ছবির মান নিন্মুক্ত নিয়ম অনুযায়ী হতে হবে।

সাদা ব্যাকগ্রাউণ্ডের পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি হতে হবে।

সরাসরি ডিজিটাল ছবি দিতে হবে। ছবি থেকে ছবি বা স্ক্যানকৃত ছবি গ্রহণযোগ্য নয়।

সাদা পোশাকের ছবি গ্রহণযোগ্য নয়।

ছবিতে মুখমন্ডলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনভাবে ছবি তুলুন যাতে সম্পুর্ন মুখমন্ডল ভালভাবে দেখা যায় এবং তা ছবির মাঝ বরাবর থাকে।

চশমা পরিহিত বা চোখ বন্ধ অবস্থায় তোলা ছবি গ্রহণযোগ্য নয়।

ছবিতে মুখের অভিব্যক্তি স্বাভাবিক থাকতে হবে।

৪। জীবন ও সাধারণ সদস্যগণ ১০০/- টাকা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ এর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এ জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার নিয়মাবলী।


মেম্বার আইডি কার্ড আবেদন সংক্রান্ত যে কোন প্রয়োজনে অফিস চলাকালীন সময় হেল্পলাইনের সহায়তা নিন ।

হেল্পলাইনঃ

তথ্যের জন্যঃ ০২৯১২৬৮০৯ , ০১৭১১৪০২৮৯৫, ০১৭১২৪১৬১৫১

টেকনিক্যাল সাপোর্টঃ ০১৯১৪৮১১১১৮

সহযোগিতা / পরামর্শঃ

মোঃ আরিফুর রহমান তরফদার

সাংগঠনিক সম্পাদক

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ

মোবাইলঃ ০১৭১১১৯২৬০৮